রাজধানীর নিউমার্কেট পোস্ট অফিসের অদূরে শুক্রবার আনুমানিক বিকেল ৪টায় কয়েকটি পিকআপ ভ্যান এসে থামতেই ডজনখানেক দিনমজুর গাড়ির সামনে গিয়ে দাঁড়ান। গাড়ির চালকের সঙ্গে দু-এক কথা বলেই লাফ দিয়ে পিকআপ ভ্যানের ওপরে উঠে রঙিন পলিথিন দিয়ে আবৃত সাদা বরফের প্যাকেট খুলে পাঠাতনে নামিয়ে রাখেন। দিনমজুরদের কয়েকজন লোহার শিক দিয়ে বরফ ভেঙে আকার ছোট করেন। ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা ক্রেতারা চাহিদা অনুযায়ী বরফের টুকরো কিনে প্যাডেলচালিত ভ্যানগাড়ি ও রিকশায় তুলে গন্তব্যে ছুটে যান।
খোঁজ নিয়ে জানা গেল, প্রতিদিন একই সময়ে নিউমার্কেট মুরগী মার্কেটের পশ্চিম-দক্ষিণ কোণায় বরফ বিক্রির হাট বসে। আজিমপুর, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, কাঁটাবন, শাহবাগ, কলাবাগান ও জিগাতলা থেকে ক্ষুদে মৌসুমি ব্যবসায়ীরা পাইকারি দামে বরফ কিনে (এক পাঠা ৩২০ থেকে ৩৩০ টাকা) নিয়ে পাড়া-মহল্লায় এসব বরফের ছোট ছোট টুকরো ১০-৪০ টাকায় বিক্রি করেন।
https://www.jagonews24.com/national/news/504056